Top
সর্বশেষ

সুনামগঞ্জের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৪ আগস্ট, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
সুনামগঞ্জের আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা রবিবার ১৪ আগষ্ট সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, জেল সুপার নুরশেদ আহমদ ভূইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ পরিচালক সাজেদুল হাসান, আনসার কমান্ডার কামরুজ্জামান, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গৌরী ভট্টাচার্য, সুনামগঞ্জ সদর উপজেলা
আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদুল হাসান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।

সভায় সর্ব সম্মতি ক্রমে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্যগণ। এছাড়াও জেলার বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বরোপ করেন এবং আগামীতেও যেন আইন শৃংখলা পরিস্থিতির আরো উন্নতি ঘটে সে ব্যাপারেও সংশ্লিষ্ট সকলের সু-দৃষ্টি কামনা করা হয়।

 

শেয়ার