Top

চরভদ্রাসনে জাতীয় শোক দিবস ২০২২ পালন

১৫ আগস্ট, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
চরভদ্রাসনে জাতীয় শোক দিবস ২০২২ পালন
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রানে উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ১৫ আগষ্ট সোমবার সকাল ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের পেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।পরে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে হতে এক শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.কাউছার,ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা, উপজেলা সহকারী কমিশনা (ভূমি)মো.খাইরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন ও দোয়া মাহফিলের পাশাপশি নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয় জাতীয় শোক দিবস।

 

শেয়ার