Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

সিরাজগঞ্জে যমুনায় গরু ব্যবসায়ী নিখোঁজ

২৩ জানুয়ারি, ২০২১ ৪:১৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনায় গরু ব্যবসায়ী নিখোঁজ
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভেটুয়া নৌ-ঘাটের কাছে গরুর গুঁতায় নৌকা থেকে যমুনা নদীতে পড়ে এক গরু ব্যবসায়ি নিখোঁজ হয়েছেন।

শুক্রবার সকালে নজরুল ইসলাম (৪৫) নামের ওই গরু ব্যবসায়ি নিখোঁজ হয় বলে জানা গেছে।

নিখোঁজ নজরুল ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ ১৯ বছর ধরে কাজিপুর উপজেলার চরনাটিপাড়া গ্রামে বসবাস করছেন। নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জামিল হোসেন জানান, শুক্রবার সকালে ২০-২৫ জন গরু ব্যবসায়ী গরু নিয়ে নৌকায় উঠে। নৌকাটি উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া নৌ-ঘাটের কাছে পৌছলে ১০ টার দিকে গরুর গুঁতায় এক গরু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তবে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে কাজিপুর ফায়ার সার্ভিসে কোন ডুবুরি না থাকায় তারাও নিখোঁজ ব্যক্তির খোঁজ করতে পারছেন না। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শেয়ার