Top
সর্বশেষ

মারা গেলেন রাবিপ্রবি’র প্রথম ভিসি

১৭ আগস্ট, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
মারা গেলেন রাবিপ্রবি’র প্রথম ভিসি
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক প্রথম ভাইস চ্যাঞ্জেলর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা মারা গেছেন। বুধবার (১৭আগষ্ট) সকালে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে- তিনি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে সন্তান এবং নাতী-নাতনী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার ছেলে বর্তমানে কানাডা প্রবাসী।

এদিকে রাবিপ্রবি’র সাবেক ভিসি’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবর্তক চাকমা। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

শেয়ার