Top

বগুড়ায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা গ্রেফতার

১৭ আগস্ট, ২০২২ ৫:১২ অপরাহ্ণ
বগুড়ায় গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা গ্রেফতার
বগুড়া প্রতিনিধি :

বগুড়ার সোনাতলায় গৃহবধুকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেতা সুজন কুমার(২৮) কে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাটের কালিগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুজন সোনাতলার উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেম এবং সুজনের মা সোনাতলা সদর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য।

র‍্যাব-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ জুলাই এক গৃহবধুকে সুজন জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ভিকটিমের কান্না ও চিৎকারের আওয়াজ শুনে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে সুজন অতি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে যায়।

এই ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বগুড়া জেলার সোনাতলা থানায় গত ৯ আগষ্ট মামলা দায়ের করে এবং বগুড়া ক্যাম্পে এসেও একটি অভিযোগ দেন ওই গৃহবধূ।

অভিযোগের পর র‌্যাব-১২ বগুড়া অভিযুক্ত সুজনকে কে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে সুজনকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সোনাতলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার