Top
সর্বশেষ

মাকে গুলি করে হত্যা করা সেই সন্তানকে গ্রেপ্তার করেছে র‌্যাব

১৮ আগস্ট, ২০২২ ৩:৪০ অপরাহ্ণ
মাকে গুলি করে হত্যা করা সেই সন্তানকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় মাকে গুলি করে হত্যার অভিযোগে সন্তান মাঈনুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রামের পটিয়ায় জাতীয় পার্টির প্রয়াত নেতা ও পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তারকে পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে গুলি করে হত্যা করে তার নিজ ছেলে মাঈনুল।

সন্তানের বন্দুকের গুলিতে নিহত হওয়ার ঘটনায় নিহতের মেয়ে শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় তার ভাই মঈনুল (৩০) বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সেই মামলার পরিপেক্ষিতে আজ মাঈনুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শেয়ার