বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করবে মাদারীপুর জেলা আওয়ামী লীগ।
গত বুধবার (১৭ আগস্ট) বিকাল ৫ টায় কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরান বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ হোসেন মূন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ, মেয়র মাদারীপুর পৌরসভা,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য, আবদুল লতিফ হাওলাদার, জেলা যুবলীগের সভাপতি,মোঃ আতাহার আলী সরদার, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, জাকির হাওলাদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক, বাইজিদ হাওলাদার, সদর উপজেলা জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, জহির মোল্লা, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, আরিফুর রহমান পাপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে। তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে। তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা হয়। তারপর থেকে দিনটি সিরিজ বোমা হালার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।