Top
সর্বশেষ

হাজীগঞ্জের যত্র তত্র গড়ে উঠেছে করাত কল

১৮ আগস্ট, ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
হাজীগঞ্জের যত্র তত্র গড়ে উঠেছে করাত কল
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে করাতকাল । যেগুলোর অধিকাংশেরই নেই কোন সরকারি অনুমোদন। যার কারণে প্রতিবছর সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং বন বিভাগ উজাড় হচ্ছে।

হাজীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে দেখা যায় দু-চারটির কম বেশি করাতকাল রয়েছে। এদের বেশির ভাগেরই নেই স্থানীয় সরকার বিভাগ,পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের অনুমোদন। যার কারণে কোন প্রকার দুর্ঘটনা দেখা দিলেই নিজেদের আত্মরক্ষার কোন সুব্যবস্থা নেই করাত কল গুলোতে।

আবার অনেক স্থানে দেখা যায় করাত কল গুলোর মালিক এবং কাঠ ব্যবসায়ীরা তাদের গাছ এবং গাছের গুঁড়ি গুলো সড়কের উপর রেখে পথচারী এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধ কতা সৃষ্টি করে আসছে । এতে করে বড়ধরনে সমস্যার সম্মুখীন হতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী ও মহিলা পথচারীদের।কেউ প্রতিবাদ করতে গেলে লাঞ্চিত হতে হয়।

সরজমিনে দেখা যায় চাঁদপুর কুমিল্লা মহাসড়কের দু’পাশ এবং উপজেলার আঞ্চলিক ও গ্রাম্য বাজারের সড়কগুলোর অধিকাংশ স্থানই করত কলের দখলে রয়েছে।

এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান আমাদের তথ্য অনুযায়ী উপজেলায় ৭২ টি করাত কল রয়েছে এর মধ্যে ৪৮ টি করাত কলের অনুমোদন আছে। বাকিগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

বিষয়টি নিয়ে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার এর সাথে কথা হলে তিনি বলেন হাজীগঞ্জের করাত কলের অধিকাংশের এই ফায়ার সার্ভিসের অনুমোদন নেই তাছাড়া অনেক করাত কল রাস্তার উপরে গাছ ফেলে রেখে পথচারী চলাচলের সমস্যা সৃষ্টি করে আসছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব।

করাত কলের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। আমরা তথ্য পেলে সাথে ব্যবস্থা গ্রহণ করব।অন্য একটি সূত্র থেকে জানা যায় উপজেলায় প্রায় ৮৫ টি করাত কল রয়েছে। করাত কলের একাধিক মালিকদের অনেকেই জানেন না যে করাত কল পরিচালনা করতে হলে পরিবেশ অধিদপ্তর ,বন বিভাগ ,ফায়ার সার্ভিস ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হয়।

শেয়ার