শেরপুরে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সোবহান(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১৮ আগস্ট (বৃহস্পতিবার) শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনই মমিনাকান্দা গ্রামের আনসার আলীর চা-পানের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী সোবহান ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার কোমলপুর মধ্যপাড়া গ্রামের মৃত জসিমউদদীনের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণই মমিনা কান্ধা গ্রামের আনসার আলীর চা-পানের দোকানের সামনে অভিযান চালিয়ে সোবহান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। ওই সময় তার নিকট থেকে ১৯০ পিস ইয়াবা টেবলেট ও ১টি মোবাইল সেট (সিমসহ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ হাজার টাকা।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত এম.এম. সবুজ রানা জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত শেরপুর ও জামালপুর জেলাসহ বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।