Top
সর্বশেষ

শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯ আগস্ট, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া গ্রাম থেকে তাইজুদ্দিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) ভোররাত চারটার দিকে তার নিজ বাড়ি থেকে আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী শহরে তারই ভাড়া করা বাসা থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া গ্রামের ইব্রাহিম খলিল এর ছেলে তাইজুদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের চরপাড়া মহল্লায় ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানকালে বালিশের নিচে রাখা ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই সাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তাইজুদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ভারতীয় গরু ও সুপারিসহ নানা চোরাকারবারী ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা চলমান রয়েছে।

শেয়ার