Top
সর্বশেষ

শাল্লায় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ

২১ আগস্ট, ২০২২ ৬:০১ অপরাহ্ণ
শাল্লায় গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

শাল্লায় ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বেলা সাড়ে ১১:৩০ টায় আওয়ামী লীগ কার্যালয়ে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাত্তার মিয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. দীপু রঞ্জন দাশ, সদস্য আওয়ামী যুবলীগ আহ্বায়ক কমিটি সুনামগঞ্জ জেলা শাখা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র চৌধুরী, কাজল বরন চৌধুরী, পলাশ সরকার পল্টু সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ গণ।

বক্তারা বিভীষিকাময় ২১শে আগষ্টের বর্বরোচিত গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

শেয়ার