Top
সর্বশেষ

কুড়িগ্রামে বঙ্গবন্ধু ফুটবল লীগের উদ্বোধন

২৩ জানুয়ারি, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ
কুড়িগ্রামে বঙ্গবন্ধু ফুটবল লীগের উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি :

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কুড়িগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় বঙ্গবন্ধু কুড়িগ্রাম জেলা ফুটবল লীগ উদ্বোধন হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানস দাম ধলু প্রমুখ।

উদ্বোধনী খেলায় নাইন স্টার ও ইএসএস স্পোর্টিং ক্লাবের খেলা ১-১ গোলে ড্র হয়। খেলার ৫৬ মিনিটে নাইন স্টারের তালহা প্রথম গোল করেন। পরে ৭৪ মিনিটে ইএসএস স্পোটিং ক্লাবের হয়ে নুর হোসেন গোল করে খেলায় সমতা ফেরান।

খেলাটি পরিচালনা করেন রেফারী জাহাঙ্গীর আলম রোজাইন। সহকারি রেফারী ছিলেন আলমগীর ও এরশাদুল।
আগামীকালের খেলায় অংশ নেবে যুব সংসদ ও জারা স্পোর্টিং ক্লাব। লীগে মোট ১২টি ক্লাব অংশগ্রহন করছে।

শেয়ার