Top
সর্বশেষ

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

২২ আগস্ট, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারের একাধিক চালের দোকানে নানা অনিয়ম পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওজনে কারচুপি, বর্ধিত মুল্যে চাল বিক্রি, মূল্য তালিকা সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সোমবার (২২ আগষ্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে ওই তিন প্রতিষ্ঠানকে তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা করে।

জানা গেছে, পাহাড়তলী বাজারে যমুনা রাইচ এজেন্সিকে বগুড়ার একটি রাইচ মিলের বস্তায় অন্য চাল প্যাকেটজাত করা ও ওজনে কারচুপির দায়ে দুই লাখ ৫০ হাজার টাকা, ন্যাশনাল রাইচ এজেন্সিকে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা ও বর্ধিত মূল্যে চাল বিক্রয়ের দায়ে ৮০ হাজার টাকা ও সতেজ ডিপার্টমেন্টাল স্টোরকে মেয়াদ, মূল্য, বেনামী পণ্য এবং মোয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করার দায়ে ১০ হাজার জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ‘নানা অনিয়মের প্রেক্ষিতে তিন প্রতিষ্ঠানকে তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান, সহকারী পরিচালক দিদার হোসেন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

শেয়ার