Top
সর্বশেষ

সীতাকুণ্ডে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও দুই ফার্মেসিকে জরিমানা

২২ আগস্ট, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও দুই ফার্মেসিকে জরিমানা
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে বৈধ কোন কাগজপত্র না থাকায় জনতা ডায়াগনষ্টিক ল্যাব নামে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে বিরাজ ফার্মেসীকে ১৫ হাজার টাকা ও শিপ্রা মেডিসিন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, উপজেলার পৌর সদর বাজারের কয়েকটি ফার্মেসী ও ডায়াগনষ্টিক ল্যাবে অভিযান চালানো হয়েছে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে দুটি ফার্মেসিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ ও সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক ইমরানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

শেয়ার