Top
সর্বশেষ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ কার্যালয় ঘেরাও

২২ আগস্ট, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ কার্যালয় ঘেরাও
চট্টগ্রাম প্রতিনিধি :

চার মাসের বেতন বকেয়া রেখে চুপিসারে ব্যবসা গুটিয়ে নিয়েছে চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকার বেইস টেক্সটাইল লিমিটেড। পাওনা টাকা পরিশোধের দাবি নিয়ে শ্রমিকরা জড়ো হয় খুলশীর বিজিএমইএ ভবনের সামনে।

শিল্প পুলিশ আর বিজিএমইএ নেতাদের কাছ থেকে আশার বাণী শুনে দুদিনের জন্য বিক্ষোভ আর প্রতিবাদ সমাবেশ স্থগিত করে কারখানাটির শ্রমিকরা।

সোমবার (২২ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকের ঘটনা গটে

জানা গেছে, গত মে, জুন, জুলাই ও চলতি আগষ্ট মাসের বেতন বকেয়া রেখে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই গত ১৩ আগষ্ট কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে দুই দিনের মধ্যে পাওনা পরিশোধের দাবি জানালেও সেদিকে নজর দেয়নি কারখানা মালিক।

চট্টগ্রাম শিল্প পুলিশের এএসপি সেলিম নেওয়াজ বলেন, বকেয়া বেতনের দাবিতে বেইস টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা বিজিএমইএ ভবন ঘেরাও করে বিক্ষোভ করছিল। তারা বার বার মালিকপক্ষকে বলেও পাওনা টাকা আদায় করতে পারেনি। পরে বিজিএমইএর নেতারা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বেতন-ভাতা নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমন্বয় করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। ফলে শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করে।

শেয়ার