Top
সর্বশেষ

শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

২৩ আগস্ট, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
শেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল। ২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন নবাগত ওসি বছির আহমেদ বাদল। ওইসময় তিনি সদর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে মাদক, জুয়া ও ছিনতাই প্রতিরোধসহ শেরপুর শহরকে নিরাপদ রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানার এসআই মো. সুমন মিয়া।

শেয়ার