Top
সর্বশেষ

চা শ্রমিকদের পাশে ছাত্রলীগ নেতা রাব্বি

২৩ আগস্ট, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
চা শ্রমিকদের পাশে ছাত্রলীগ নেতা রাব্বি
নিজস্ব প্রতিবেদক :

হবিগঞ্জে চলতে থাকা দীর্ঘ দিনের চা শ্রমিকদের ন্যায্য মজুরী বৃদ্ধির আন্দোলনে একাত্মতা পোষণ করে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সম্পাদক আব্দুল হক রাব্বি।

গত রবিবার (২১ আগস্ট) সরেজমিনে গিয়ে আন্দোলনরত চা শ্রমিকদের সাথে যোগ দেন তিনি।

এসময় ওই ছাত্র নেতা বলেন, আপনারা যে আন্দোলন করছেন আমরা তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি এবং তার সাথে একমত পোষন করেছি। আপনারা অনেকে কথায় কথায় সরকারকে দায়ী করেন। কিন্তু ব্যবসায়ীরা এমন একটা সিন্ডিকেট তৈরি করে যেখানে সরকার চাইলেও কিছু করতে পারেনা। এই দাবি আপনাদের আন্দোলনের মাধ্যমেই আদায় করতে হবে। আমরাও আপনাদের সাথে যোগ দিলাম। আমাদেরও ছাত্রলীগের সকল নেতাকর্মী আপনাদের দাবির সাথে একমত।

তিনি আরও বলেন, চা বাগানের মালিকরা আপনাদের সাথে যে অমানবিক আচরণ করে এতে আমরাও মার্মহত। চা বাগান মালিকরা দিনে দিনে দানব হয়ে উঠেছে, এদের গলা চেপে ধরার সময় এটাই। খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই দাবি মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করবেন। বাংলাদেশ ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনে একাত্মতা পোষন করছে।’

প্রসঙ্গত, গত ৯ই অগাস্ট থেকে দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ধর্মঘট শুরু করে চা বাগানগুলোর প্রায় সোয়া লাখ শ্রমিক। সে সময় প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করলেও, ১৩ই অগাস্ট থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন। এর মধ্যে মালিক এবং শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কয়েক দফা বৈঠকও করেছেন শ্রমিকেরা। এরপর ২০শে অগাস্ট শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে চা শ্রমিক নেতাদের বৈঠকের পর নতুন মজুরি ঘোষণা করা হয়। সেসময় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতারা সেটি মেনে নিয়ে ধর্মঘট প্রত্যাহার করে নেন। কিন্তু বাগানের শ্রমিকেরা ২৫ টাকার মজুরি বৃদ্ধি সিদ্ধান্ত মেনে নেননি। পরে সাধারণ শ্রমিকদের চাপে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এরপর শনিবার রাত থেকে চা-শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।

রোববার সকাল ১১টা থেকে হবিগঞ্জের ২৩টি চা-বাগানের হাজার হাজার শ্রমিক মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। চা শ্রমিকদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার চা শ্রমিক আন্দোলনে যোগ দিয়ে একাত্মতা পোষন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সহ-সম্পাদক আব্দুল হক রাব্বি।

শেয়ার