Top
সর্বশেষ

বশেমুরবিপ্রবিতে অফিস পরিচালনায় নতুন নিয়ম সংযোজন

২৫ আগস্ট, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবিতে অফিস পরিচালনায় নতুন নিয়ম সংযোজন
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) অফিস কার্যক্রম নতুন নিয়মে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।

নতুন নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিসের কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়।

২৪ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপন অনুযায়ী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) থেকে বশেমুরবিপ্রবিতে এই নিয়ম কার্যকর হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

তবে, নতুন এই সময় জরুরি সেবা সমূহের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

শেয়ার