Top
সর্বশেষ

চট্টগ্রামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য বরখাস্ত

২৫ আগস্ট, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
চট্টগ্রামে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য বরখাস্ত
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রী হয়রানি ও অনিয়মের প্রতিবাদ করায় রাষ্ট্রের একটি বিশেষ বাহিনীর এক সদস্যের ওপর মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের আরএনবির কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন-সিপাহী মাইন হাসান রাকিব, লিটন চাকমা, হাবিলদার মো. রবিউল ইসলাম।

আরএনবির কমান্ড্যান্ট রেজওয়ানুর রহমান বলেন, ‘রেলওয়ের স্টেশনে একটি বাহিনীর এক সদস্যের সঙ্গে আরএনবির সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের স্বার্থে আরএনবির সদস্যদের গতকাল (বুধবার) রাতে সাময়িক বররখাস্ত করা হয়েছে।’

জানা যায়, রাষ্ট্রের একটি বিশেষ বাহিনীর এক সদস্য ট্রেনের যাত্রী ছিলেন। সাদা শার্ট পরিহিত ওই যাত্রী আরএনবির সদস্যের সঙ্গে অনিয়ম নিয়ে বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় আরএনবির এক সদস্য ওই বিশেষ রাষ্ট্রীয় বাহিনীর নাম ধরে গালি দিতে দিতে ওই সদস্যকে লাতি মারতে থাকেন। এ ঘটনার জেরেই আরএনবির তিন সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

শেয়ার