Top

কুড়িগ্রামে স্কুলে যাওয়ার পথে গাছ চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

২৫ আগস্ট, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে স্কুলে যাওয়ার পথে গাছ চাপায় স্কুল ছাত্রের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারীতে গাছ চাপায় আব্দুল্লাহ আল নোমান রাব্বি (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৯ টার দিকে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামের পাখিউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে পাকা সড়কে এ দূর্ঘনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল নোমান রাব্বি চরশৌলমারী ইউনিয়নের ঘুঘুমারী গ্রামের শাহ আলেমর ছেলে। এবং সে চর শৌলমারী দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায, বৃহস্পতিবার সকালে নিহত আব্দুল্লাহ আল নোমান রাব্বি নানা বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় পূর্ব পাখিউড়া এলাকায় রাস্তার গাছ কাটতেছিল কাঠুরিয়া। ওই গাছ নিহত আব্দুল্লাহ আল নোমান রাব্বির উপর পরলে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের বাবা ও পরিবারের লোকজন থানায় এসেছেন। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার