মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কন্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী ডাঃ এএসএম মঈন হাসান এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।
হামলার সময় ডাঃ মঈন হাসান আহতসহ তার বহনকারী গাড়ীটিও ভাংচুর করা হয়েছে। এ ব্যাপারে নিজের নিরাপত্তাহীনতায় ভুগছেন মর্মে সিংগাইর থানায় ছয়জনকে সনাক্ত করে অভিযোগপত্রও দাখিল করেছেন আহত ডাঃ মঈন হাসান।
অভিযোগ পত্রে যাদের নাম উল্ল্যেখ করা হয়েছে তারা হলেন, সিংগাইরের গাজিন্দা গ্রামের মোঃ জজ মিয়ার ছেলে মোঃ নয়ন মিয়া ও হযরত আলীর ছেলে মোসলেম উদ্দিন, মধ্য ধল্লা গ্রামের শুকুর আলীর ছেলে মোঃ রুবেল ও ফিরোজ মুন্সির ছেলে মোঃ আশরাফ আলী, বাস্তা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে মোঃ নাসির উদ্দিন, একই গ্রামের আনোয়ার আলীর ছেলে পাঙ্গা জসিমসহ অজ্ঞাত আরো ২/৩ জন। এরা সবাই আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী।
কি কারনে হামলার শিকার হলেন এ বিষয়ে সাংসদ মমতাজ বেগমের স্বামী ডাঃ এএসএম মঈন হাসান জানান, গত ২৩ আগষ্ট বিকেলে তিনি সিংগাইরস্থ বাস্তা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বিন্নাডাঙ্গিতে রোকেয়া চক্ষু সেন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে রওযানা কালে হঠাৎ একটি সিএনজি চালিত অটোরিক্সা তার মাইক্রোবাসের ( ঢাকা মেট্রো-চ-১৫-২৮২৭) গতিরোধ করে লাঠি সোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে গাড়ী ভাংচুর করে।
সেসময় তিনিও মারাত্বক ভাবে আহত হন। তবে কি কারণে তার উপর এমন হামলা চালানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানেন না।
অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে।
এদিকে সিংগাইর উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক শহিদুর রহমান জানান, ঘটনাটি নিন্দনীয়। ঘটনার সাথে দলীয় কোন নেতা কর্মী সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও তিনি জানান।
অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মোঃ হাফিজুর রহমান থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে । অভিযোগ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি ।