Top
সর্বশেষ

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

২৯ আগস্ট, ২০২২ ৪:২৮ অপরাহ্ণ
চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের চান্দগাও থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যা (২৫)।

সোমবার (২৯ আগস্ট) সকালে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট মোড় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক,২টি খয়েরী রংয়ের কার্তুজ, একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত বুইস্যা ভোলা জেলার দৌলতখান থানার চরপাদ স্কুল এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে সে পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকার একটি ভাড়া বাসায় থাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার ভোরে বহদ্দারহাট মোড় থেকে শহিদুল ইসলাম প্রকাশ বুইস্যাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্রগুলি উদ্ধার করা হয়।

শেয়ার