Top
সর্বশেষ

ভোলায় ৪ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

২৯ আগস্ট, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
ভোলায় ৪ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
কামরুজ্জামান শাহীন, ভোলা :

ভোলার ইলিশায় ৪ কেজি গাঁজাসহ উজ্জল শীল (১৯) ও আসিক মিয়া (১৮) নামের দুই যুবককে আটক করেছে ইলিশা নৌ-পুলিশ।

সোমবার (২৯ আগস্ট) সকালে ইলিশা নৌ-পুলিশের ওসি শাহাজালাল এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বরিবার ২৮ আগস্ট বিকাল পৌনে ৬ টার দিকে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত উজ্জল শীল পিরোজপুর জেলার মটবারিয়া থানার বড় হাজারি গ্রামের কালিপদ শীলের ছেলে ও আসিক মিয়া বি-বাড়িয়া জেলার কসবা থানার দুরুইল গ্রামের আবুতাহের মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছেন তারা আন্ত: জেলা মাদক ব্যবসায়ী।

ইলিশা নৌ-পুলিশের ওসি মো. শাহাজালাল বলেন, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা নৌ-পুলিশের একটি টিম ইলিশা লঞ্চঘাটে এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ উজ্জল শীল ও আসিক মিয়া নামের দুই যুবককে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার