Top
সর্বশেষ

শেরপুরে লাইসেন্স না থাকায় ৭টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

২৯ আগস্ট, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
শেরপুরে লাইসেন্স না থাকায় ৭টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানের অংশ হিসেবে শেরপুরে লাইসেন্স না থাকায় ৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ২৯ আগস্ট সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই অভিযান চালানো হয়। লাইসেন্সবিহীন হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে শেরপুরের ৫ উপজেলায় একযোগে ওই অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিভাগ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্যের নেতৃত্বে শেরপুর শহরের বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক ও বেসরকারি হাসপাতালে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। ওইসময় প্রায় ৫০টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় ৭টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে,বন্ধন ডায়াগনস্টিক সেন্টার, সিরিয়া ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, আর এইচ ডায়াগনস্টিক সেন্টার, নিউ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার ও সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার।

অভিযানকালে অন্যান্যের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. মোবারক হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো.আহসানুল হাবিব হিমেল ও ডা. মো. আকরাম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার