Top
সর্বশেষ

চট্টগ্রামে চলন্ত বাসে যৌন হয়রানি : যুবকের ১ মাস কারাদণ্ড

৩০ আগস্ট, ২০২২ ২:২১ অপরাহ্ণ
চট্টগ্রামে চলন্ত বাসে যৌন হয়রানি : যুবকের ১ মাস কারাদণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত বাসে স্কুলশিক্ষিকাকে যৌন হয়রানির দায়ে শওকত হোসেন নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ আগস্ট)দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল হিকমা। বিকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত শওকত হোসেন (৩৫) ইলেকট্রিক মিস্ত্রি ও চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার বন্দর এলাকার কাপুডিয়া পাড়ার আবুল মকছুদের ছেলে। একই দিন সকালে চট্টগ্রাম থেকে মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় যাওয়ার পথে চলন্ত বাসে যৌন হয়রানির শিকার হন ওই স্কুলশিক্ষিকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএমএন জামিউল হিকমা বলেন, সকাল ৯টায় মিরসরাই উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা চট্টগ্রাম থেকে চয়েস পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে শিক্ষিকাকে যৌন হয়রানি করে শওকত। পরে বাসে থাকা কয়েকজনের সহযোগিতায় শওকতকে আটক করা হয়। সেইসঙ্গে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন শিক্ষিকা। অভিযোগের ভিত্তিতে সাক্ষ্য-প্রমাণ সাপেক্ষে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে থানায় সোপর্দ করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‌‘থানায় সোপর্দের পর বিকালে দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার