Top

জয়পুরহাটে ওএমএসএস চাল বিক্রয়ের উদ্বোধন

০১ সেপ্টেম্বর, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ
জয়পুরহাটে ওএমএসএস চাল বিক্রয়ের উদ্বোধন
জয়পুরহাট প্রতিনিধি :

শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই শ্লোগান নিয়ে সারা বাংলাদেশের মতো জয়পুরহাটেও সরকার কতৃক পরিচালিত নির্ধারিত মূল্যে চাল আটা বিক্রয় কেন্দ্রের দোকান উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহরের পূর্ববাজার এলাকায় এ চাল বিক্রয় কেন্দ্রের দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুরে আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রীয় বিদূশী চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী প্রমুখ।

এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে একই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার