Top
সর্বশেষ

নোয়াখালীতে খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি উদ্বোধন

০১ সেপ্টেম্বর, ২০২২ ১২:১১ অপরাহ্ণ
নোয়াখালীতে খোলা বাজারে ওএমএস এর চাল বিক্রি উদ্বোধন
নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী জেলার সদর উপজেলা ও পৌরসভার নিম্ন আয়ের মানুষ ও টিসিবি কার্ডধারীদের মধ্যে ওএমএস  ডিলারের মাধ্যমে জেলা খাদ্য  বিভাগের আয়োজনে  চাল ভিতরণ কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ কে এম  মামুনুর রশিদ।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী পৌরসভার দত্তের হাট এলাকায় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী  পৌরসভার মেয়র  মোঃ সহিদ উল্যাহ খান সোহেল, জেলা খাদ্য  নিয়ন্ত্রক হুমায়ুন কবির।
প্রতি কেজি চাল ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি করে চাল শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলার ৪২ টি কেন্দ্রে ২ মেঃ টন করে ৮৪ মেঃ টন চাল বিক্রি করা হবে।
এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য বান্ধব কর্মসুচীর মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়নে ১৯৯ জন ডিলারের মাধ্যমে ৮২৫৫১ জন ভোক্তার মাঝে ১৫  টাকা দরে ৩০ কেজি করে আগামী তিন মাস এ কার্যক্রম পরিচালিত হবে।
শেয়ার