Top
সর্বশেষ

সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি সেলিমের জামিন মঞ্জুর

০৪ সেপ্টেম্বর, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি সেলিমের জামিন মঞ্জুর
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগ সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম আহমদের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার সকালে তাহিরপুর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। বিকেলে জেলগেইট থেকে ছাড়া পাওয়ার পর শত শত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি জনতার উদ্দেশ্যে বলেন আমি কোন অপরাধ করিনি।

আমি অধিকার আদায়ে লড়াই করি। একটি চক্র ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। আমি আপনাদের ভালবাসায় ঋণী। এবং সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করে যাব। এতে যদি জেলে যেতে হয় রাজি আছি।

উল্লেখ্য, গত ১৬ আগষ্ট তাহিরপুর থানায় চাঁদাবাজীর মামলায় ৭ জনকে আসামী করা যুবদলের এক নেতার মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে তাকে গ্রেফতার
করা হয়। ১৮দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি লাভ করেন।

শেয়ার