Top
সর্বশেষ

নান্দাইলে বজ্রপাতে যুবকের মৃত্যু

০৫ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
নান্দাইলে বজ্রপাতে যুবকের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইলে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্যা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জাকির হোসেন (২০)।

সে জাহাঙ্গীরপুর ইউপির বরিল্যা গ্রামের মৃত আবদুল গণির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে আজিদ ও জাকির হোসেন দুই ভাই বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ সময় হঠাৎ বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এ সময় আজিদ ও জাকির বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। বড় ভাই আজিদকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে আসে।

নান্দাইল মডেল ওসি মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে জাকির নামে একজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার