ভোলার তজুমদ্দিনের মেঘনা নদী থেকে অজ্ঞাত (৪০) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে তজুমদ্দিন উপজেলার বাসনভাঙ্গাচর ও চর কাঞ্চন এলাকার মধ্যবর্তী স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানাযায়, সোমবার সকালে মেঘনা নদীর তজুমদ্দিন সীমানায় কোস্টগার্ড সদস্যরা টহলরত অবস্থায় বাসনভাঙ্গাচর ও চর কাঞ্চন এলাকার মধ্যবর্তী স্থান ভাসমান অবস্থায় অজ্ঞাত এ লাশটি দেখতে পায়। পরে তারা লাশটি উদ্ধার করে দুপুর সাড়ে ১২ টার দিকে তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশটির মাথায় টাক (চুল নেই),গায়ে মেরুন রংয়ের একটি পাঞ্জাবী , পরনে সাদা রংয়ের পায়জামা ও হাতে একটি ঘড়ি রয়েছে। বয়স আনুমানিক ৪০/৪৫ বছর হতে পারে। লাশটি কোন জেলের নয়, যে কোন শিক্ষিত ব্যক্তির লাশ হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।