ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে মা ছেলে নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লিমা আক্তার (২৫) ও তার ছেলে ইমরান (৫)। লিমা আক্তার পাশ^বর্তী ভাঙ্গা উপজেলার কাপুরা সদরদী গ্রামের ইকবাল মুন্সির স্ত্রী বলে জানা গেছে।
জানা যায়, লিমা আক্তার তার ছেলে ইমরানকে সঙ্গে নিয়ে ভবুকদিয়া বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকে চড়ে বাবার বাড়ী নগরকান্দা উপজেলার শ্রীরামদিয়া গ্রামে যাচ্ছিলেন। ইজিবাইকটি শ্রীরামদিয়া রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ভাঙ্গা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি ইজিবাইকটিকে চাপা দেয়। ট্রেনের সাথে ইজিবাইকটি আটকিয়ে যাওয়ায় প্রায় দুই কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে মা ও ছেলে দুইজনই নিহত হন। ইজিবাইকের চালক ট্রেন আসছে দেখে লাফিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপর নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু ঘটনাস্থাল পরিদর্শন করেছেন।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে পৃথকস্থান থেকে লাশ উদ্ধার করেছে। ট্রেনের ধাক্কায় দুইজনের লাশ দুই স্থানে পড়েছিলো।