ভোলায় দুইটি বসতঘর থেকে ৩ লাখ ৬ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকা থেকে এ জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শাফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জংশন এলাকার দুইটি বসতঘরে অভিযান চালিয়ে ৩ লাখ ৬ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার ম‚ল্য প্রায় ১ কোটি ৭ লাখ ১০ হাজার টাকা।তবে এরসঙ্গে জড়িতরা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়েযাওয়ায় কাউকে আটক করা যায়নি।
তিনি আরো জানান, জব্দকৃত জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জনস্বাস্থে কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে।