Top
সর্বশেষ

করোনা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব: ডব্লিউএইচও

১২ জুলাই, ২০২০ ১:২১ অপরাহ্ণ
করোনা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব: ডব্লিউএইচও

প্রাণঘাতী করোনা ভাইরাসের যে তীব্র প্রাদুর্ভাব তা এখনো নিয়ন্ত্রণে আনা যেতে পারে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস এই মন্তব্য করেন।

তিনি বলেন, বিশ্বে এমন অনেক অনেক উদাহরণ আছে যে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব তীব্র হলেও তা নিয়ন্ত্রণে আনা যেতে পারে। তবে এসময় তিনি জানান, গত ছয় সপ্তাহে করোনার সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুসারে বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১ কোটি ২৩ লাখের বেশি জন। এতে মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৫ লাখ।

শেয়ার