মাদক সেবনে বাঁধা দেয়ায় ছেলের হাতে খুন হয়েছেন নেত্রকোনার পূর্বধলার পোল্ট্রি ব্যবসায়ী আব্দুল আজিজ।
এ ঘটনায় স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় ৩জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বুধবার দুপুরে র্যাব-১৪ এর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।
তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে র্যাবের একটি দল ময়মনসিংহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিহত ব্যবসায়ী আব্দুল আজিজের ছেলের বন্ধু বিজয় কর্মকার, তরিকুল ইসলাম ও আজহার মিয়াকে গ্রেফতার করে। এছাড়া নিহত ব্যবসায়ী আজিজের ছেলে বিপ্লবকে আটক করে পূর্বধলা থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, মাদক সেবনে বাঁধা দেয়ায় বিভিন্ন সময় বাবা-ছেলের সাথে দ্বন্দ লেগেই থাকতো। হত্যাকান্ডের ২দিন আগে বাবা আব্দুল আজিজকে হত্যার পরিকল্পনা করে তারই ছেলে তরিকুল ইসলাম বিপ্লব।
হত্যাকান্ডে সহযোগিতার জন্য বিপ্লব তার ৫ বন্ধুকে ২০ হাজার টাকায় ভাড়া করে। তাদের পরিকল্পনা অনুযায়ী গত ১ সেপ্টেম্বর বিপ্লব তার বাবাকে ফোন করে জানায়, তাকে পুলিশ ধরেছে এবং তাকে ছাড়িয়ে নেয়ার জন্য। বিপ্লবের ফোন পেয়ে তার বাবা পূর্বধলা এলাকার একটি পুকুর পাড়ে আসলে বিপ্লবসহ বন্ধুরা আব্দুল আজিজের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। হত্যাকান্ড ধামাচাপা দিতে বিপ্লব তার বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুল আজিজের মৃত্যু হয় । এ ঘটনায় পর দিনই পূর্বধলা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করে আব্দুল আজিজের স্ত্রী বকুল বেগম।