Top
সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৭ লাখ টাকার বিদেশী সিগারেট জব্দ

০৮ সেপ্টেম্বর, ২০২২ ১:০৩ অপরাহ্ণ
চট্টগ্রাম বিমানবন্দরে পৌনে ৭ লাখ টাকার বিদেশী সিগারেট জব্দ
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে পৌনে ৭ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. জাসেদুল আলম নামের ওই যাত্রী ফ্লাই দুবাইয়ের এফজেড ৫৯১ ফ্লাইটে রাত আটটা ৪০ মিনিটে চট্টগ্রাম আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার ব্যাগেজ চ্যালেঞ্জ করে ৩০৩ ব্রান্ডের ২২৪ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেট ৩ হাজার টাকা হিসেবে যার বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।

উদ্ধার সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

শেয়ার