Top
সর্বশেষ

জাবিতে আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র সভাপতি ইমরান, সম্পাদক শিমুল

০৮ সেপ্টেম্বর, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
জাবিতে আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র সভাপতি ইমরান, সম্পাদক শিমুল
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইমরান শাহরিয়ারকে সভাপতি এবং শিমুল মিত্রকে সাধারণ সম্পাদক করে আবৃত্তি সংগঠন ধ্বনির ২০২২-২৩ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি- মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক -মাহাজাবিন সাওদা জাহান, সাংগঠনিক সম্পাদক – প্রত্যাশা সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক – ফাইজা মাহজাবিন, অর্থ সম্পাদক – ফয়সাল রাব্বি, সহ-অর্থ সম্পাদক – রিফাত মাহামুদ, দপ্তর সম্পাদক – আরিফা সুলতানা রিতু, সহ দপ্তর সম্পাদক – সাদিয়া সরওয়ার উল্লাস, প্রচার ও যোগাযোগ সম্পাদক – সাদিয়া আফরিন সুমি,

সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক – শাবাব শাহরিয়ার অর্ক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – ইসরাত জাহান ঐশি, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক – ইলোরা রশিদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক – একরামুল হক অরণ, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক – সজীব তালুকদার।

এছাড়া কার্যকরী সদস্যরা হলেন, আনিকা তাবাসসুম, লুৎফুন্নাহার লতা, হিমাদ্রী শেখর দেবনাথ, তাসনিয়া খান, রওনিক জাহান, নইমুল ইসলাম মীম, বেদত্রয়ী গোস্বামী পৃথ্বা, সাবরিনা মৌ রুম্পা, সাদিয়া ইসলাম ইফা।

শেয়ার