Top

বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

১০ সেপ্টেম্বর, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে জহুরুল ইসলাম(৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত পৌণে একটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জহুরুল ফুলতলা চককান পাড়া এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি এম্বুলেন্স ভাড়ার কাজ করতেন।

 

এর আগে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নাজ গার্ডেনের পেছনে চককান পাড়ায় গাড়ীর ইন্ডিকেটর ভাঙাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন জহুরুল। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে রাত পৌণে একটার দিকে তিনি মারা যান।

 

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এস আই রাজু কামাল জানান, এ ঘটনার এখনো কাউকে আটক করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।

শেয়ার