Top
সর্বশেষ

সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

১০ সেপ্টেম্বর, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা
সুনামগঞ্জ প্রতিনিধি :

জ্বালানী তেল, বিদ্যুত ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতাদের হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শবিবার দুপুরে সদর ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে শহরের পুরাতন বাস স্টেশন থেকে মিছিলটি বের হয়ে কামারখালী ব্রীজের কাছে এলে পুলিশী বাধার মুখে পড়ে।

পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি এডভোকেট শেরেনূর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট নূরুল ইসলাম, সহ-সভাপতি এডভোকেট মাসুক আলম আ ত ম মিছবাহ আবুলমনসুরশওকত, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ব্যারিস্টার আবিদুল হক, সেলিম উদ্দিন আহমদ, সৈয়দ তিতুমীর কামরুল হাসান রাজু স্বেচ্ছাসেবকদলের সভাপতি শামুসুজ্জামান, ছাত্রদল আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

শেয়ার