Top

তেঁতুলিয়ায় ন্যাশনাল ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

১১ সেপ্টেম্বর, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় ন্যাশনাল ব্যাংকের নতুন শাখা উদ্বোধন
পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে তেঁতুলিয়ায় বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। ববিবার তেঁতুলিয়া চৌরাস্তার মোস্তফা টাওয়ারের ২য় তলায় ২৫১ তম শাখার উদ্বোধন ঘোষনা করা হয়। ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নাইমুজ্জামান মুক্তা আনুষ্ঠানিকভাবে শাখার উদ্বোধন করেন।

উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকলেছার রহমান,
উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, বিশিস্ট ব্যাবসায়ী তাজিরুল ইসলাম তাজুসহ উপজেলার পাথর ব্যবসায়ী, আমদানিরপ্তানীকারক, সিএন্ডএফ এজেন্টসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিল।

ব্যবসা বানিজ্যের প্রসার, উদ্যোক্তাদের মূলধন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা একটি স্বতন্ত্র বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাবসা বাণিজ্যসহ বাংলাবান্ধা স্থলবন্দরের লেনদেন সহজতর করা। ভবিষ্যৎ বাংলাবান্ধা স্থল বন্দরের ব্যাবসায়ীদের এলসি সমাধানে বাংলাবান্ধায় নতুন আরও একটি শাখার প্রয়োজনীয়তা রয়েছে বলে দাবি
করেন স্থানীয়রা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নাইমুজ্জামান মুক্তা জানান, ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকের যাত্রা শুরু হয়। হাটি হাটি পা পা করে দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের কয়েকটি দেশে ন্যাশনাল ব্যাংক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের ব্যবসায়ীদের উন্নয়নে ভূমিকা রাখছে। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থল বন্দরের ব্যবসায়ীদের দীর্ঘ দিনের এলসি সমস্যা আমাকে
ব্যবসায়ীরা জানান। সাধারনত এই উপজেলার ক্ষুদ্র ব্যাবসায়ীরা ব্যাংক বিমা বাদ দিয়ে এনজিও থেকে ঋন নিয়ে ব্যবসা করছেন। ব্যাংকের প্রয়োজনীয়তা বুঝেনা। এজন্য তেঁতুলিয়ার মানুষের আর্থ সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকিং সেবায় তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আমানত প্রদানকারীদের উদ্দেশ্যে তিনি বলেন ন্যাশনাল ব্যাংক সবসময় গ্রাহকদের আমানতকে সঠিক সময়ে মুনাফাসহ ফেরত দেয়। প্রথম দিনে এই শাখায় কোটি টাকার আমানত সংগ্রহ হয়েছে জানিয়েছেন ন্যাশনাল ব্যাংক তেঁতুলিয়া শাখার ব্যবস্থাপক সামসুজ্জামান চৌধুরী।

শেয়ার