Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

সড়কে যানজট, ৪৫ মিনিট দৌড়ে হাসপাতালে চিকিৎসক

১২ সেপ্টেম্বর, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
সড়কে যানজট, ৪৫ মিনিট দৌড়ে হাসপাতালে চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের বেঙ্গালুরুতে যানজট খুবই পরিচিত এক দৃশ্য। যানজটের তীব্রতা যেদিন বেশি হয়ে যায় দেখা যায় অ্যাম্বুলেন্সে থাকা গুরুতর অসুস্থ রোগীরাও হাসপাতালে পৌঁছাতে পারেন না ঠিক সময়ে।

গেল আগস্টের ৩০ তারিখে এমনই এক যানজটে আটকা পড়েছিলেন বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের চিকিৎসক গোবিন্দ নন্দকুমার। তিনি যখন যানজটে আটকা পড়েছেন তখন তাঁর এক রোগী অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য অপেক্ষায় ছিলেন। শুধু এই একজন রোগীই নন, নন্দকুমারের তারপর আরও কয়েকজনের অপারেশন করার কথা। কিন্তু তিনি হাসপাতাল থেকে ৩ কিলোমিটার দূরে যানজটে আটকা।

শেষ পর্যন্ত নন্দকুমার যখন দেখলেন যে এই জট ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, তিনি গাড়ি থেকে নেমে দৌড় শুরু করেন। ৪৫ মিনিট দৌড়ে তিনি হাসপাতালে পৌঁছান।

নন্দকুমার টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘প্রবল বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে হাসপাতালের আগে কয়েক কিলোমিটার যানজট ছিল। আমি যানজট ছাড়ার জন্য অপেক্ষা করে আর সময় নষ্ট করতে চাইনি। কারণ, রোগীদের অপারেশন শেষ না হওয়া পর্যন্ত তাদের খাবার খেতে দেওয়া হয় না। আমি তাদের আর অপেক্ষা করাতে চাইনি।’

গত ১৮ বছর ধরে একাধিক জটিল অস্ত্রোপচার করেছেন নন্দকুমার। চিকিৎসক হিসেবে তার সুখ্যাতিও রয়েছে। রোগীদের কথা ভেবে যেভাবে দৌড়ে হাসপাতালে গেলেন ওই চিকিৎসক, তাতে খুশি সবাই।

শেয়ার