Top
সর্বশেষ

শেরপুরে নিখোঁজের ২ দিনপর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

১৩ সেপ্টেম্বর, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ
শেরপুরে নিখোঁজের ২ দিনপর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে মোশারফ হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ। মঙ্গলবার সকালে উপজেলার লংগরপাড়া গলাকাটা-উলুকান্দা ব্রিজ এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পু‌লিশ জানায়, শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া এলাকার জাকির হোসেন বাতাসুর ছেলে মোশারফ হোসেন বেশিরভাগ সময় রাতে অটোরিকশা চালাতেন। গত রবিবার রাতে তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর সোমবার দুপুরে তার মোবাইল নম্বর থেকে কুড়িকাহনিয়া বাজারের একটি দোকানে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনার পর তার ছেলে হৃদয় মিয়া শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার সকালে ডোবাতে অজ্ঞাত একজনের মরদেহ দেখে পু‌লিশকে খবর দিলে উদ্ধার করে। পরে স্বজনরা শনাক্ত করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তু‌তি চলছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তু‌তি চলছে।

 

শেয়ার