Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

৮৬ বছর পর ক্যাঙ্গারুর হামলায় মানুষের মৃত্যু

১৪ সেপ্টেম্বর, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
৮৬ বছর পর ক্যাঙ্গারুর হামলায় মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক :

অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী ক্যাঙ্গারুর হাতে এক ব্যক্তি নিহতদের ঘটনায় দেশটিতে হৈ চৈ পড়ে গেছে। ক্যাঙ্গারু সাধারণত নিরীহ গোত্রের প্রাণী। এদের আক্রমণে কোন মানুষের মৃত্যু প্রায় বিরল ঘটনা। শেষবার এমন ধরনের খবর এসেছিলো সেই ১৯৩৬ সালে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, ৮৬ বছরে প্রথম এমন মারাত্মক ক্যাঙ্গারু আক্রমণের ঘটনা ঘটেছে।

ঘটনার সূত্রপাত গেলো রোববার। সেদিন বিকেলে বিকেলে পশ্চিম অস্ট্রেলিয়ার রেডমন্ডের এক বাড়ি থেকে আহত অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করেন তাঁর এক আত্মীয়। বৃদ্ধের গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিলো। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সকে খবর দেয়া হয়। কিন্তু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই ব্যক্তি মারা যান।

পুলিশ নিশ্চিত, ওই ব্যক্তিকে ক্যাঙ্গারু আক্রমণ করেছিল। অ্যাম্বুলেন্স কর্মীরা যখন ওই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়েছিলেন, তখন তাদের বাধা দিয়েছিলো ওই ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুটি ওই বৃদ্ধের পোষ্য ছিলো বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। কোন কারণে প্রাণীটি বিপজ্জনক হয়ে উঠেছিলো। এ কারণে তাকে গুলি করতে বাধ্য হয় পুলিশ।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শেষবার ১৯৩৬ সালে ক্যাঙ্গারুর এ রকম প্রাণঘাতী এক হামলার ঘটনা ঘটেছিলও। উইলিয়াম ক্রিকশ্যাঙ্ক নামে ৩৮ বছর বয়সী এক ব্যক্তি ক্যাঙ্গারুর আক্রমণে মারা গিয়েছিলেন। কাঙ্গারুর আক্রমণে ওই ব্যক্তির চোয়াল ভেঙে গিয়েছিল এবং মাথায় আঘাত লেগেছিল।

শেয়ার