Top

টাঙ্গাইলে এসএসসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ৩৯৩ জন

১৫ সেপ্টেম্বর, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ
টাঙ্গাইলে এসএসসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ৩৯৩ জন
টাঙ্গাইল প্রতিনিধি :

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও বৃহস্পতিবার (১৫ সেম্টেম্বর ) থেকে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি শহরের সরকারি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টাঙ্গাইল জেলায় মোট ৫০ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীরা নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে। সকলের পরীক্ষা ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সরকারি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিম ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

শেয়ার