Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানের স্মারকে ইরানের সই

১৫ সেপ্টেম্বর, ২০২২ ৮:৫৫ অপরাহ্ণ
সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানের স্মারকে ইরানের সই
আন্তর্জাতিক ডেস্ক :

ইরান মধ্য এশিয়ার নিরাপত্তা সংস্থা সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) স্থায়ী সদস্য হওয়ার জন্য একটি বাধ্যবাধকতা স্মারক স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দেশটি চীন ও রাশিয়ার ব্লকে ঢুকল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান স্মারক স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।

হোসেইন আমিরাবদুল্লাহিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এসসিওর পূর্ণ সদস্যতার জন্য নথিতে স্বাক্ষর করার মাধ্যমে ইরান এখন বিভিন্ন অর্থনৈতিক, বাণিজ্যিক, ট্রানজিট এবং জ্বালানি সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করেছে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে মুক্ত হতে বেইজিং ও মস্কোর গঠিত একটি নিরাপত্তা গোষ্ঠী এসসিও। ইরান এমন সময় এই সংস্থার স্মারকে সই করল, যখন চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতারা আট সদস্যের এসসিও-এর শীর্ষ সম্মেলনের জন্য সমরকন্দ শহরে রওনা হয়েছেন।

আফগানিস্তান, বেলারুশ, ইরান এবং মঙ্গোলিয়া এই সংস্থার পর্যবেক্ষক দেশ। সংস্থাটির ছয়টি ‘সংলাপ অংশীদার’ রয়েছে। তারা হলো—আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও তুরস্ক।

গত বছর দ্রুত সম্প্রসারণশীল এসসিও ইরানের যোগদানের আবেদন অনুমোদন করে।

শেয়ার