Top
সর্বশেষ

ময়মনসিংহের সীমান্তে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

১৬ সেপ্টেম্বর, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
ময়মনসিংহের সীমান্তে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বন্য হাতির আক্রমণে নওশের আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভারতীয় সীমান্তবর্তী কড়ইতলী কোচপাড়া গ্রামে। নিহত নওশের ঐ এলাকার কোচপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সীমান্ত এলাকাগুলোতে প্রায় প্রতিদিন ভারতীয় মেঘালয় রাজ্যের পাহাড় থেকে বন্য হাতির পাল আসে। বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত করতে চাইলে এলাকাবাসী মশাল, টর্চলাইট ও পটকা ফোটানোসহ ভয় দেখিয়ে হাতির দলকে তাড়ানোর চেষ্টা করা হয়।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ভারতীয় হাতির পাল কড়ইতলী কোচপাড়া এলাকায় এসে ফসলি জমিতে তান্ডব চালায়। এলাকাবাসী তাড়ানোর চেষ্টা করলে এ সময় নওশের আলী হাতির আক্রমণের মারতœক আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে গেলে তার মৃত্যু হয়। হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমরান আল হোসাইন জানান, আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

 

শেয়ার