Top
সর্বশেষ

ভোলায় বজ্রপাতে এক যুবক নিহত

১৬ সেপ্টেম্বর, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
ভোলায় বজ্রপাতে এক যুবক নিহত
ভোলা প্রতিনিধি :

ভোলার তজুমদ্দিন উপজেলায় বজ্রপাতে আব্দুর রাজ্জাক (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার(১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা দিকে বৃষ্টির সময় উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিজ বাড়িতে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার সম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝি বাড়ীর ওবাদুল কালুর ছেলে। নিহত রাজ্জাক কুঞ্জেরহাট ও শিবপুর খাশেরহাট বাজারে আল আরাফা ইসলামী এজেন্ট ব্যাংকের পরিচালক ছিলেন।

স্থানীয় স‚ত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দিকে আব্দুর রাজ্জাক লোকজন নিয়ে তার সুপারি বাগানে সুপারি টাক দিতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি সঙ্গে বজ্রপাত হলে তিনি বাগানে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, বজ্রপাতে নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও বিসতারীত জানা যায়নি।

 

শেয়ার