বান্দরবানের ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর চাকমাপাড়া সীমান্তে মাইন বিস্ফোরণে অন্য থাইন চাকমা নামে এক যুবক আহত হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে।
অন্য থাইন চাকমা তুমব্রু চাকমাপাড়া এলাকার অংকে থাইন চাকমার ছেলে।
আহত অন্য থাইনের মা ইয়াং মে চাকমা জানান, শুক্রবার দুপুরে গরু নিয়ে আসতে অন্য থাইন ও আরও কয়েকজন যুবক সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। সেখানে হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। এতে গুরুতর আহত হয় তার ছেলে।
পরে তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বিকেল সাড়ে ৪ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।
আহত অন্য থাইনের মায়ের দাবি সীমান্তে মিয়ানমার মাইন পুঁতে রেখেছে। সেই মাইন বিস্ফোরণ হয়ে তার ছেলে আহত হয়েছে। তার ছেলের বাম পা উড়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে বলে জানান তিনি।
এদিকে এই ঘটনায় এখনও বিজিবি ও পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।