Top
সর্বশেষ

দৌলতখানে ১১টি মোবাইল-টাকাসহ যুবক আটক

১৬ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ
দৌলতখানে ১১টি মোবাইল-টাকাসহ যুবক আটক
ভোলা প্রতিনিধি :

ভোলার দৌলতখানে বিভিন্ন মডেলের ১১ টি এ্যানড্রয়েড মোবাইল ফোন ও ২০ হাজার ৯শ ৫০ টাকাসহ মো. সোহেল (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় দিকে দৌলতখান উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. সোহেল উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।

দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন আজ শুক্রবার সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক সোহেল ঢাকা সিটিতে ছিনতাই ও চুরি হওয়া দামী এ্যানড্রয়েড মোবাইল ফোন চোর চক্রের কাছ থেকে কম দামে কিনে দৌলতখানে এনে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল।

এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে চোরাই ১১টি মোবাইল ও মোবাইল বিক্রির ২০ হাজার ৯শ ৫০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার