Top
সর্বশেষ

সংবিধান মানলে বিএনপির অবশ্যই নির্বাচনে আসা উচিত: পরিকল্পনামন্ত্রী

১৭ সেপ্টেম্বর, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
সংবিধান মানলে বিএনপির অবশ্যই নির্বাচনে আসা উচিত: পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি : :

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমি ছোট একটি মন্ত্রণালয় নিয়ে কাজ করি। কোন কোন জেলায় কি কাজ হচ্ছে তা আমার দপ্তরের সাইনবোর্ডে লিখা থাকে।

আমাদের হাওর এলাকা সব সময় অবহেলিত। এখন একটি বড় কাজ হচ্ছে সেটি হল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে।

সেটি হল হাওর এলাকার জন্য অনেক বড় মাইল ফলক। উচ্চ শিক্ষার যে স্বপ্ন সেটি এখন হাওরবাসী পূরণ করতে পারবে। ইতিমধ্যে উপাচার্য নিয়োগ হয়েছে। ধীরে ধীরে আরও কাজ হবে আশা করি। শনিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা পরিকল্পনা মন্ত্রী। নির্বাচন প্রসঙ্গে এম এ মান্নান বলেন, বিএনপি নির্বাচনে আসবে না কি তাদের ব্যাপার। এটা আমরা বলতে পারব না। তবে আমরা চাই সবাই নির্বাচনে আসুক।

আমাদের অনেক রাজনীতিবিদ তারা প্রতিদিন এ নিয়ে অনেক কথা বলছেন। বিএনপি যদি দেশের সংবিধান মানে তাহলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত। নির্বাচন চর্চার বিষয়। মারামারি হানাহানি নয়। শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই জাতি আশা করে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, দ্রব্য মূল্য ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে, আরও আসবে। আমরা সব সময় চেষ্টা করি মানুষ যাতে স্বস্তির মধ্যে থাকে। বিশ্বব্যাপি সংকট চলছে। এ জন্য আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বাক খায়রুল হুদা চপল।

সংগঠনের সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্রের পরিচালনা অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি আল হেলাল, সেলিম আহমদ তালুকদার, সবেক সহভাপতি শাহজাহান চৌধুরী, মাসুম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সাংবাদিক শামস শামীম প্রমুখ।

 

শেয়ার