Top
সর্বশেষ

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আসামির চট্টগ্রাম কারাগারে মৃত্যু

১৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:১১ অপরাহ্ণ
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আসামির চট্টগ্রাম কারাগারে মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা মামলার অন্যতম আসামি মৌলভী জকোরিয়া (৫৩) চট্টগ্রাম কারাগারে মারা গেছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রাম কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌলভী জকোরিয়া উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

কক্সবাজার কারাগারের জেলার কামাল উদ্দিন জানান, মৌলভী জকোরিয়া রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার ১৪ নম্বর আসামি। তাঁকে কিছুদিন আগে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মধ্যরাতে কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ক্যানসারে আক্রান্ত জকোরিয়ার। কয়েক দিন আগে তাকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। ৩০ সেপ্টেম্বর মুহিববুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত ভার পান উখিয়া থানার ওসি তদন্ত সালাহ উদ্দিন। তদন্ত শেষে সোমবার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।

আদালত সূত্র জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ১৫ জনের মধ্যে চার জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই সঙ্গে তিন জন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এই হত্যাকাণ্ডে ৩৬ জনকে জড়িত হিসেবে শনাক্ত করা হলেও সাত জনের ঠিকানা ও অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। তাই ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ১১ সেপ্টেম্বর মুহিবুল্লাহ হত্যা মামলার আসামিদের আদালতে বিচার শুরু হয়েছে।

 

শেয়ার